ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) নিবন্ধন দেওয়া শুরু করেছে সরকার। প্রথম পর্যায়ে ১৪টি আইপি টিভিকে শর্ত সাপেক্ষে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

১৪টি আইপি টিভি হলো:

প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া ১৪টি আইপি টিভি হলো মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, নিউজ ২১ বাংলা টিভি, জাগরণী টিভি,  রূপসীবাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্সআরকে টিভি, রাজধানী টিভি, ভয়েস টিভি, জেএটিভিবিডি, শোবাইপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি এবং সিএইচডিনিউজ ২৪ টিভি।

List of IP TV in Bangladesh

Moviebangla TV, Jagoron TV, Ruposhibangla TV, News21bangla TV, Jagoroni TV, Hernet TV, Mati entertainment TV, FlixsrkTV, Rajdhani TV, BNvoice TV, JATVBD,  Shobuyprime TV, Deshbandhu TV and Chdnews24 TV.


List of TV channels in Bangladesh