There are two degrees in the medical career in Bachelor study are MBBS & MDS. Masters Degrees are FCPS, MCPS, MD, MS, Diploma, Choose perfect degree to build up career.

বাংলাদেশর প্রেক্ষাপটে চিকিৎসা পেশা মানবসেবার জন্য একটি দারুন সুযোগ। এ পেশায় থেকে জনসেবার পাশাপাশি আথিক স্বাবলম্বী এবং সম্মান অর্জনের সুযোগ রয়েছে। তাই বাস্তব কারণেই এ পথ কুসুমাস্তীণ নয়। তবে যথাযথ পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম ও ত্যাগের মানসিকতা থাকলে আর আকাশ কুসুম কল্পনা থেকে দূরে থাকতে পারলে এ পেশায় উন্নতি করা অসম্ভব নয়। তাই সফেদ এপ্রোন গায়ে জড়াবার আগেই ক্যারিয়ারের ক্ষেএসমূহ  সম্পকে মোটামুটি ভালো ধারনা থাকা জরুরী।

মেডিকেল ক্যারিয়ারকে দু্ই ভাগে ভাগ করা হয়।

স্নাতক পর্যায়: MBBS এবঙ  MDS


এখানে দুটি ডিগ্রী রয়েছে

কোসের নাম পেশাগত পরীক্ষা বিষয় মেয়াদকাল সবমোট
১ম এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ১বছর ৬মাস
MBBS ২য় কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন ১বছর ৫ বছর ও১বছর শিক্ষানবীশকাল
৩য় প্যাথলজি, মা্ক্রাবায়োলজি, ফামাকোলজি ১বছর
৪র্থ মেডিসিন, সাজারি, গাBনী ও অবসটেট্রিকস ১বছর ৬মাস
১ম এনাটমি ও ডেন্টাল এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়াল ১বছর ৬মাস ৫ বছর ও১বছর শিক্ষানবীশকাল
MDS ২য় জেনারেল ও ডেন্টাল ফামাকোলজি,প্যাথলজি, মাBক্রোবায়োলজি ১বছর
৩য় মেডিসিন, সাজারি, পেরি-ওডোন্টোলজি, ওরাল প্যাথলজি ১বছর
৪থ ওরাল ও মেক্রিলোফেসিয়াল সাজারী, কনজাভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস, প্রোসথোডন্টিকস,অথোডন্টিকস ও ডেন্টোফেসিয়াল, অতোপেডিকস,ও ডেন্টাল পাবলিক হেলথ ১বছর ৬মাস

 

২. স্নাতকওর পর্যায়: বর্তমান সময়ে অবস্থান জোরদার করতে উচ্চশিক্ষা অজনের বিকল্প নেই। তাছাড়া মেডিকেল অঙ্গনে উচ্চশিক্ষা অর্জন না করলে উল্লেখযোগ্য কোন পদোন্নতি লাভ করা যায় না এক্ষে্এ বিষয় নিধারন কোন সংস্কার কিংবা উপরোধকে সামনে  না রেখে ব্যক্তিগত পছন্দ ও ভবিষ্যত অবস্থান মাথায় রাখা উচিত। তা না হলে সুদীর্ন সময়ের এ পদযাত্রায় হতাশা চলে আসা অস্বাভাবিক নয়।

মেডিকেল সেক্টরে ৩ দিকে ক্যারিয়ার করা  যায়

ক.ক্লিনিক্যাল বিষয়ে  খ. বেসিক বিষয়ে  গ.পাবলিক হেলথ ও অন্যান্য

ক. ক্লিনিক্যাল বিষয়ে ক্যারিয়ার

দেশে থাকলে:



বিষয় ডিগ্রীসমূহ মেয়াদকাল প্রতিষ্ঠান
মেডিসিন ( ইন্টানাল মেডিসিন, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি,নেফ্রোলজি, পেডিয়াট্রিকস প্রভৃতি) FCPS ৪বছর
MD ৫বছর
MCPS ২বছর
Diploma ২বছর বঙ্গবদ্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস
সাজারী (জেনারেল সাজারী, অথোপেডিকস, প্লাস্টিক সাজারী, ইরোলোজি, নাক-কান-গলা-চক্ষু, কোলো-রেক্টাল সাজারী প্রভৃতি) FCPS ৪বছর
MS ৫বছর
MCPS ২বছর
Diploma ২বছর
গাইনি ও অবসটেট্রিকস, ইনফাটিলিটি প্রভৃতি FCPS ৪বছর
MS ৫বছর
Diploma  ২ বছর